রাত ৩:৫৯ বৃহস্পতিবার ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম অন্যান্য বিশ্বের আলোচিত সরকার প্রধানদের কার বেতন কত?

বিশ্বের আলোচিত সরকার প্রধানদের কার বেতন কত?

লিখেছেন sabbri sami
Spread the love

পৃথিবীর বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা বেতন কত পান? এটি নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল মেটাতে এটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। এই প্রতিবেদন তুলে ধরা হয়েছে প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের বেতনের পরিমাণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা: ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছিল ৫৮ হাজার ৬০০ টাকা। পরে এ বেতন বৃদ্ধি করে ১ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বার্ষিক মোট ১৩ লাখ ৮০ হাজার টাকা বা ১৭ হাজার ৫০০ মার্কিন ডলার বেতন হিসেবে পেয়ে থাকেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিমাসে আড়াই হাজার ২৫ ডলার বা ২ লাখ ১৪ হাজার ৬১৫ টাকা বেতন পান। অর্থাৎ বছরে ৩০ হাজার ৩০০ মার্কিন ডলার বেতন পান। যা বাংলাদেশি টাকার হিসেবে ২৫ লাখ ৭৫ হাজার ৫শ টাকা বেতন পেয়ে থাকেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাসে ৩ হাজার ৩শ ৩৩ ডলার বা ২ লাখ ৮৩ হাজার ৩০৫ টাকা বেতন পেয়ে থাকেন। অর্থাৎ তিনি বছরে ৪ লাখ ডলার বা ৩ কোটি ৪০ লাখ টাকা বেতন হিসেবে পেয়ে থাকেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন: রাশিয়ার প্রেসিডেন্টের বেতন অন্যান্যদের তুলনায় খুব একটা বেশি নয়। বছরে তিনি পান ১ লাখ ৩৬ হাজার মার্কিন ডলার বা ১ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা।

প্রধানমন্ত্রী বোরিস জনসন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন মাসে ১৪ হাজার ৮শ ৫৫ ডলার বা ১২ লাখ ৬২ হাজার ৬০৪টাকা । অর্থাৎ বছরে বেতন পান ১ লাখ ৭৮ হাজার ২৫০ ডলার বা ১ কোটি ৫১ লাখ৫১ হাজার ২শ ৫০ টাকা।

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল: জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মাসে বেতন হিসেবে পান ১৯ হাজার ৫শ মার্কিন ডলার বা ১৬ লাখ টাকা। আর সেটি বছরের হিসেবে ২ লাখ ৩৪ হাজার ৪০০ মার্কিন ডলার বা ২ কোটি টাকা।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো: ক্যানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ১ বছরের বেতন ২ লাখ ৬০ হাজার ডলার বা ২ কোটি ২১ লাখ টাকা।

প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এর্দোয়ান: তুরস্কের প্রেসিডেন্টে রিচেপ তাইয়েপ এর্দোয়ান বছরে বেতন ১ লাখ ৯৭ হাজার ডলার বেতন পান, যা বাংলাদেশি টাকার হিসেবে ১ কোটি ৬৭ লাখ ৪৫ হাজার টাকা।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ: ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর বেতন বছরে ১ লাখ ৯৪ হাজার মার্কিন ডলার বা ১ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More