দুপুর ২:৪১ শনিবার ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোম খেলা চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তামিম

চিকিৎসার জন্য লন্ডনে গেলেন তামিম

লিখেছেন adib jamal
Spread the love

চিকিৎসার জন্য লন্ডন গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে লন্ডনে পৌঁছে নিয়ম অনুযায়ী তামিমকে তার নিজস্ব ব্যবস্থাপনায় ১৪ দিনের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়াও তাকে সেখানে কোভিড-১৯ পরীক্ষা করতে হবে। তার চিকিত্সকের সঙ্গে দেখা করার আগে করোনা সনদ পেতে হবে।

গত এক মাসে ৩ বারসহ লকডাউন চলাকালীন সময়ে বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথায় ভুগেছেন বাঁহাতি ওপেনার তামিম।

তিনি পেটের ব্যাথার সমস্যা নিয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরমর্শ নিয়ে গত কয়েকদিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করালেও চিকিৎসকরা তার পেটের ব্যথা ও হজম সমস্যার পেছনের কারণ শনাক্ত করতে পারেননি।

চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বললেও চলমান কোভিড-১৯ মহামারির পরিস্থিতি কারণে তিনি ভর্তি হতে পারেননি।

অন্যদিকে বাংলাদেশে ক্রিকেটার মাঠে ফিরতে শুরু করেছেন। অনুশীলন শুরু করেছেন মিস্টার ডিপেন্ডবল মুশফিকুর রহীম, মোহাম্মদ মিথুন। ও পেসার তাসকিন আহমেদ। আর নিজ এলাকায় অনুশীলন করছেন মেহেদী হাসান মিরাজ।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More