মাঠে নেই আন্তর্জাতিক ফুটবল। করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে। বিভিন্ন দেশে ঘরোয়া লিগ শুরু হলেও এখনও আন্তর্জাতিক ফুটবল শুরু হয়নি। তবে আগামী সেপ্টেম্বর থেকে তা মাঠে গড়াতে পারে।
সেপ্টেম্বরেই মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলের খবরে এমনটাই জানানো হয়েছে।
ইউরো কাপ এবং কোপা আমেরিকার মতো আঞ্চলিক মেগা ইভেন্টগুলো করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গেছে। জানা গেছে, ৮ অক্টোবর থেকে শুরু হবে ২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব।
ওলে-র প্রতিবেদন অনুযায়ী ৩ থেকে ৮ সেপ্টেম্বর ইউরোপিয়ান নেশনস লিগের একাধিক ম্যাচ হওয়ার কথা রয়েছে। একই সময়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাছাইপর্বের জন্য নিজেদের প্রস্তুত রাখতে চায় আর্জেন্টিনা। অক্টোবরেই ইকুয়েডর এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাইপর্বে নামতে হবে মেসিদের। তাই ব্রাজিলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে আলবিসেলেস্তেরা।
আরো পড়ুন: কাতার বিশ্বকাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশ সময়ে কখন হবে ম্যাচগুলো?
তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য হতাশার খবর হলো- প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপ বাছাইয়ের ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে খলেতে পারবেন না লিওনেল মেসি। গত কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে সেমি ফাইনালে রেফারি এবং কনমেবলের সমালোচনা করায় তিন ম্যাচের জন্য নির্বাচিত হন তিনি। এমনকি তৃতীয় স্থান অধিকার করায় মেডেল নিতেও যাননি।
আর তাই অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচে আকাশি-সাদা জার্সিতে দেখা যাবে না মেসিকে।