মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। বুধবার (১৫ জুলাই) তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, কয়েকদিনের মধ্যে তিনি আবারও করোনা টেস্ট করাবেন।
এর আগে, গত সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্টের শরীরে করোনা শনাক্ত হয়। করোনায় আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে বিরক্ত হয়ে গত সোমবার ফের টেস্ট করান তিনি।
এদিকে কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলে আসছিলেন, শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন এবং টেস্টে নেগেটিভ আসলেই তিনি তার স্বাভাবিক কাজ কর্ম শুরু করবেন।
করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। তালিকায় প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৭০ হাজার ৯০৯ জন। মারা গেছেন ৭৫ হাজার ৫২৩ জন।