এবার বাংলাদেশসহ ১৩টি দেশের ফ্লাইট চলাচলে আগামী ৩১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরেন্সা। সেইসাথে নতুন করে করোনার বিস্তার রোধে ইতালি সরকার প্রয়োজনীয় সবকিছুই করবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার ইতালির পার্লামেন্টের নিম্ন ও উচ্চ কক্ষে উত্থাপিত অধ্যাদেশের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বলেন, ফ্লাইট সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়বে কিনা তা নির্ভর করবে দেশটির অভিবাসীদের করোনায় সংক্রমিত হওয়ার হারের উপর।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নিষেধাজ্ঞা আবারও বাড়ানো হতে পারে। তবে, দেশটিতে জারি থাকা জরুরি অবস্থার মেয়াদ ৩১ অক্টোবর বা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত দেয় নি দেশটির পার্লামেন্ট। অধ্যাদেশের খসড়া আরও যাচাই-বাছাইয়ের জন্য বিশেষজ্ঞ কমিটিতে পাঠানো হয়েছে।