অনুমোদন দেয়া হলে দেশের জনগণের জন্য ১৫ দিনে পাঁচ হাজার অন্টিবডি কিট তৈরি করার ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্যের কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার (৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুসহ গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের তিনি এ কথা বলেন।
এছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।
ডা. জাফরুল্লাহ বলেন, ডিজিডিএ কাল আমাদের কিটের অনুমতি দিলে আমরা দেশের জনগণের জন্য ১৫ দিনের মধ্যে ৫০০০ অ্যান্টিবডি কিট তৈরি করবো।
তিনি আরও বলেন, গণস্বাস্থ্যের গবেষকরা এরইমধ্যে ডিজিডিএর নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিবডি কিট আপডেট করেছে। আমি আশা করি, ডিজিডিএ এখন আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি দেবেন।
এদিকে গণস্বাস্থ্যের গবেষকরা অ্যান্টিবডি কিটের সংবেদনশীলতা আরও বৃদ্ধি করেছে। এখন এটি আরও দক্ষতার সঙ্গে অ্যান্টিবডি শনাক্ত করতে সক্ষম বলে জানা গেছে।